ঢাকাসোমবার , ২১ জুন ২০২১
আজকের সর্বশেষ সবখবর

হ্যাকাররা হাতে নিল বাংলাদেশ ব্যাংক থেকে 8 কোটি টাকা

নিউজ রুম
জুন ২১, ২০২১ ৯:৪৯ অপরাহ্ণ । ৫২৮ জন
Link Copied!
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘটনাস্থলে রাজধান

2016 সালের 5 ফেব্রুয়ারি শুক্রবার সকাল পৌনে নয়টার দিকে প্রিন্টার সমস্যা দেখতে পান ব্যাংকের কর্মকর্তা জুবায়ের বিন হুদা তবে অন্যান্য দিনের মতো স্বাভাবিক সমস্যায় মনে হয়েছে তার এর মধ্যেই ব্যাংকের পুরো কম্পিউটার নেটওয়ার্কের নিয়ন্ত্রণ নিয়ে নেয় উত্তর কোরিয়ার হ্যাকাররা মিশন 100 কোটি ডলার ডাকাতি নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের বাংলাদেশের রাখা সব অর্থ খালি করার জন্য বাংলাদেশ ব্যাংকের একটি নির্দেশনা পাঠায় হ্যাকাররা ব্যাংকের প্রিন্টার বন্ধ করে আবার চালুর পর পরই হ্যাকিংয়ের বিষয় আজ করতে পেরে নিউইয়র্ক এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে বাংলাদেশ ব্যাংক তবে ততক্ষণে 8 কোটি ডলার সরিয়ে ফেলেছে হ্যাকাররা অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশের এই অর্থ চুরি করেছে হ্যাকাররা বিশেষ করে সময় নির্বাচনের বিষয়টি উল্লেখযোগ্য হ্যাকিং শুরু হয় বাংলাদেশ সময় রাত আটটা থেকে আর এরপর দিনে যেখানে দুদিনের সাপ্তাহিক ছুটি শুরু অন্যদিকে যে মুহূর্তে বাংলাদেশের ছুটি শেষ।

অর্থাৎ রোববার নিউইয়র্কের সাপ্তাহিক ছুটির দিন অর্থ পাচারের জন্য স্থান নির্ধারণ করা হয় ফিলিপিনস এর রাজধানী ম্যানিলা কে ঠিক সে সময়ে ওই অঞ্চলসহ এশিয়ার অধিকাংশ দেশ চান্দ্র বর্ষ উদযাপন পরিকল্পনা করেই পাঁচদিনের মিশন নিয়েছিল হ্যাকাররা এছাড়া বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার নেটওয়ার্কে এক বছরের বেশি সময় ধরে নিয়ন্ত্রণ নিয়েছিল হ্যাকার 2015 সালের জানুয়ারি মাসে চাকরি চেয়ে রাসেল নামে এক ব্যক্তি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের কাছে ইমেইল পাঠান প্রকৃতপক্ষে এই রাসেল হ্যাকার গ্রুপের সদস্য দুর্ধর্ষ ডাকাতির পর উত্তর কোরিয়ার মতো দরিদ্র একটি দেশ কিভাবে হ্যাকারদের প্রশিক্ষণ দিচ্ছে তা নিয়ে উঠেছে প্রশ্ন বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় 130 কোটি ডলার জোটের সঙ্গে জড়িত উত্তর কোরিয়ার দলটির নাম মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের ইমুতে জড়িত এক হ্যাকারের নাম ও ছবি প্রকাশ করেছে তার নাম পাবজি নিয়োগ উত্তর কোরিয়া থেকে স্নাতক শেষ করে চীনের বন্দরনগরী ইতালিয়ান এক্স্যনএক্সক্স নামে একটি প্রতিষ্ঠানে প্রোগ্রামারের কাজ শুরু করেন দিনের বেলায় প্রোগ্রাম।

রাতে পুরোদস্তুর একজন হ্যাকার সেখান থেকে একটি ইমেইল ওসিবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে সে গড়ে তুলে একটি নেটওয়ার্ক রাতারাতি সুপরিকল্পিতভাবে 12 বছর বয়স থেকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হচ্ছে হাজার হাজার হ্যাকারকে পার্কে পাশাপাশি আরও দু’জন উত্তর কোরিয়ার নাগরিক ও ডাকাতির সঙ্গে জড়িত মার্কিন আদালতে অভিযুক্ত হয়েছেন এতে বলা হয় দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়ার সামরিক গোয়েন্দা শাখার হয়ে কাজ করছেন তারা সরকারের মধ্যে বেশ বড় বড় হ্যাকিং অংশ নেন তারা 2015 থেকে 2019 সালে এই দলটির নাম বাংলাদেশ তাইওয়ান মেক্সিকো মাল্টা ও আফ্রিকা থেকে হ্যাকিংয়ের মাধ্যমে 130 কোটি ডলার আত্মসাৎ করেন।

%d bloggers like this: