ঢাকাশনিবার , ২৬ জুন ২০২১
আজকের সর্বশেষ সবখবর

তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান

নিউজ রুম
জুন ২৬, ২০২১ ১০:৩৬ অপরাহ্ণ । ৪৭২ জন
Link Copied!
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান একেএম শহিদুল্যাহ কিরণ বিপুল ভোটে বিজয়ের পর দুর্গম চর মোজাম্মলের সাধারণ কৃষকের সাথে দেখা করতে যান। ভোটের ৫দিন পরই চরের অবহেলিত মানুষ নব-নির্বাচিত চেয়ারম্যানকে পেয়ে আনন্দে আত্মহারা। শনিবার (২৬জুন) সকালে চরমোজাম্মেল সাধারণ মানুষ নব-নির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করেন। চরমোজাম্মেলের শাওন বাজার, মুক্তিযোদ্ধা বাজার ও দুলাল বাজারে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এসময় দুর্গম চরের বাহিনীর শাসনে অতিষ্ঠ কৃষকের নিরাপত্তা ও আইনের শাসনের নিশ্চয়তা প্রদানের দাবী জানান চরবাসী। বক্তৃতাকালে নব-নির্বাচিত চেয়ারম্যান একেএম শহিদুল্যাহ কিরণ বলেন, এমপি নুরন্নবী চৌধুরীর স্বদিচ্ছা থাকার কারনেই আপনার ভোটের মাধ্যমে পছন্দমত জনপ্রতিনিধি নির্বাচন করতে পেরেছেন। এমপি মহোদয়ের মাধ্যমে চাঁদপুরকে মডেল ইউনিয়নে রুপান্তর করবো। যেখানে মাদক, ইভটিজিং, নির্যাতন, চোর-ডাকাত ও দুর্ণীতিবাজসহ কোন অপরাধীর স্থান হবেনা

%d bloggers like this: