


প্রায় 17 কোটি টাকা খরচ করে নিজ গ্রামে গড়ে তুলেছেন ড্রিম মাশরুম সেন্টার নামে নিজস্ব প্রতিষ্টান এখানে কাজ করছেন 120 জন মানুষ স্বাধীনভাবে প্রতিবন্ধী কি কাজটা করে কান ভারী কাজ বা ভালো কোনো কাজ করার মত সেরকম সুযোগ ছিল না যে কারণে অনেকেই আমাকে স্বপ্ন দেখতে হয়েছে ভালো কিছু করা 2007 সালে একজন ডাক্তারের পরামর্শেই আমি জানতে পারি যে মাশরুম চাষের মাধ্যমে অনেক নারী এবং প্রতিবন্ধীরা স্বাবলম্বী হচ্ছে সে ক্ষেত্রে আমি যশোর হর্টিকালচার সেন্টার থেকে তিন দিনব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু করে এবং পরক্ষণেই
জাতীয় যুব দপ্তর থেকে একটা প্রশিক্ষণ নিয়ে আমার মাসুম এর যাত্রা শুরু হয় প্রশিক্ষণকালে সময় আমাকে 100 বীজ দেয়া হয়েছিল সেটা নিয়ে যাত্রা শুরু হয় পরে আমি মাসুম নিয়ে আস্তে আস্তে নিজের তৈরি করা এবং একটা সময় আমি 2008 সালে ইন্ডাস্ট্রিয়াল মাশরুম চাষ প্রশিক্ষণ সুযোগ পায় সাভার জাতীয় মাশরুম ইনস্টিটিউটে এবং সেখান থেকেই স্বামী এককভাবে তব নামে কাজ শুরু করি মাশরুম বীজ উৎপাদন এলাকার আমরা কিছু দারিদ্র্যসীমার মানুষদেরকে নিয়ে একটা মাশরুম বীজ তৈরি করি এবং সেখানে দেখা যায় যে তারা মাশরুম উৎপাদন করে আমাকে দিচ্ছে আমি সেই মালটা বিপণন করতেছি সারাদেশে এভাবে আস্তে আস্তে লেডিস জিম সেন্টার বর্তমানে প্রায় শত কোটি টাকার প্রোজেক্ট পালিত হয়েছে এই প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় পাঁচ শতাধিক কর্মী এখন একটা প্রতিষ্ঠান সারা বাংলাদেশে প্রায় 10,000 মাশরুম চাষি আমার সাথে সম্পৃক্ত আছে সুন্দর পরিচর্যা আর নিবিড় পর্যবেক্ষণে উৎপাদন হচ্ছে বাস্তুবিদ মাশরুম পাউডার ঔষধি গুণসম্পন্ন
বাবুল আক্তারের পরিকল্পনা বিশ্বে বাণিজ্যিকভাবে মাশরুম রপ্তানি ইন্ডিয়াতে রপ্তানি করেছে এবং আমরা আশা করছি যে আমাদের দেশে যে শ্রাবণ মাসে বাটন মাশরুম আমরা অল্প দিনের ভিতরে গ্রুপ মার্কেটের একটা জায়গা দখল করতে যাচ্ছি আমাদের দেশে শীতকালে মূলত আমরা যে মাসুম ওয়েস্টার মাশরুম চাষ করে থাকে এবং আশঙ্কা গরমকালে ভালো উৎপাদন হয় না আমরা এরপর টেনিং নেই যে গরমকালে আমরা কি মাশরুম উৎপাদন করতে পারি এবং দেখেছে গ্যানোডার্মা লুসিডাম বিশ্বের এক নম্বর ঔষধি গুণ এবং দেখা গেছে যে মাসুম তার উচ্চতা থেকে ওষুধ শিল্পে ব্যবহার হয় পাশাপাশি ফুট ছিল এবং কসমেটিকস এর ব্যাটারি বিমান রয়েছে আমরা দেখেছি এক মাসে মনটা সাদা হয় আস্তে আস্তে সাধারন থেকে ডিজিটালে পরিণত হয়েছে প্রায় 70 হাজার থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত এর 1 কেজি পড়ে এবং বাইরের দেশের আরো বেশি প্রায় দেড় থেকে 2 লক্ষ টাকা কেজি হলে তাকে বলা হয় বিশ্বের এক নম্বর ওষুধিগুণ মাশরুম গ্যানোডার্মা লুসিডাম
মাশরুম আক্তার একটা নির্দিষ্ট দামে কিনে সেগুলো সারাদেশে অথবা বাইরে এক্সপোট করছি মানুষের কর্মসংস্থানের স্বীকৃতিস্বরুপ সেরা উদ্যোক্তা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে 2018 সালে জাতীয় যুব পদক ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি স্বর্ণসহ দুটি সম্মাননা পদক পেয়েছেন