ঢাকামঙ্গলবার , ৬ জুলাই ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় স্পিডবোট ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার-প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিউজ রুম
জুলাই ৬, ২০২১ ৫:২৯ অপরাহ্ণ । ৫৮৮ জন
Link Copied!
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি॥ ভোলায় আলাউদ্দিন (৪৫) নামের এক স্পিডবোট ব্যবসায়ীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত অপ-প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভোলার বাংলা স্কুল মোড় সংলগ্ন স্থানীয় একটি পত্রিকা অফিসে এ সংবাদ সম্মেলন করা হয়। আলাউদ্দিন ভোলা সদর উপজেলার চরসমাইয়া ১ নং ওয়ার্ডের সিদ্দিকের ছেলে। অভিযুক্তর নাম মাইনউদ্দিন। তিনি সদর উপজেলা ভেদুরিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সুলতানের ছেলে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য আলাউদ্দিন বলেন, জীবিকার তাগিদে ১৯৯৮ সাল থেকে স্পিডবোট চালানোর মাধ্যমে কর্মজীবন শুরু হয়। পর্যায়ক্রমে বিভিন্ন এনজিও সংস্থা থেকে লোন নিয়ে চারটি স্পিডবোট কিনে নিজে ব্যবসা শুরু করি।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ঘাটের স্পিডবোট পরিচালনা দায়িত্ব পালন করে আসছি। ২০২০ সালে স্থানীয় নেতাদের সঙ্গে স্পিডবোটের সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে জামেলা হয়। বিষয়টি জেলা পর্যায়ের নেতৃবৃন্দ সংশোধন করে ঘাট ইজারাদার নকিব চেয়ারম্যানকে দায়িত্ব বুঝিয়ে দেন।

৫ই মে লকডাউন শুরু হলে কিছু কুচুক্রি মহল ঘাট ইজারাদারকে অনেক টাকার লোভ দেখিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় । তখন ওই ষড়যন্ত্রকারীদের প্রস্তাবটি গ্রহন করেন ঘাট ইজারাদার । তখন তারা করোনা কালীন সময়ে ভোলার সাধারন যাত্রীদেরকে ৫০০ টাকা ভাড়া দিতে বাধ্য করে । তখন ওই বোট থেকে ঘাট ইজারাদার মাইনুদ্দিন এর মাধ্যমে বরিশালের বোট ২০০০ টাকা ও লাহার হাটের বোট ১৫০০ টাকা করে রাখে। ১ম দিনে অনেক টাকা কলেকশন হওয়ায় দিশেহাড়া হয়ে যায় ঘাট ইজারাদার । এই বিষয়ে আমি কোন কিছুই জানি না। তখন অনেক যাত্রীর চাপ থাকে, বিষয়টি মিডিয়া ও প্রশাসনের নলেজে আসে তখন এই চাঁদাবাজির দায়ভার আমার ঘারে চাপিয়ে দেয়। তখন প্রশাসন আমাকে চাঁদা বাজির অভিযোগে গ্রেফতার করার চেস্টা করেন, তখন আমি ঘাট ইজারাদারের সাথে কথা বলতে চেস্টা করলে আমি ব্যর্থ হই। তখন কয়েকদিন পালিয়ে থেকে গ্রেফতার হবো নিশ্চিত হলে আমি বিষয়টি আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি জানাই ।

তাকে জানানোর অপরাধে ক্ষমতার ধাপটে আমার জন্মদেয়া স্পিডবোটের ব্যবসা বন্ধ করে দেয়। প্রায় ১ মাস ৬ দিন বন্ধ থাকার পর আমি ৩০ ই জুন বেরা ১ টা ৩০ মিনিটে ঘাটে যাই । তখন আমার ড্রাইবার খালেক কে ঘাট ইজারাদার এর কাছে জানতে পাঠাই যে ১ মাস ৬ দিন বন্ধ থাকা স্পিডবোট চলবে কিনা । তখন সে আমার ২টি বোট বরিশাল পাঠানোর ব্যবস্থা করে দেয়। আমি ঘাট থেকে চলে আসলে জানতে পারি ভোলা থেকে ইজারাদারের কিছু লোক ঘিয়ে মোসলেউদ্দিন পাটোয়ারী সহ আমার বিরুদ্ধে ভাংচুর ও খাতা ছিরার অভিযোগ তুলে । যাহা পর্বতিতে সংবাদ মাধ্যেমে উটে এমন কোন ঘটনা ঘটেনি এবং আমার বিরুদ্ধে মিথ্যে ভিত্তিহীন অপপ্রচার যাহার কোন সত্যতা মিলে নি।

আমাকে ঘাট থেকে সরিয়ে দিয়ে ঘাটে আপনি কাকে সুবিদা দিচ্ছন এরা কারা? বিষয়টি আমি (আলাউদ্দিন) ঘাট ইজারাদার নকিব চেয়ারম্যানকে জানালে সে কৌশলে এড়িয়ে যায়। মাইনুউদিন সহ মহলটি চাঁদাবাজির অভিযোগ এনে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপ-প্রচার চালিয়ে আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে। এছাড়াও আমার ঘাটের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেন মাইনুদ্দিন। এ ধরণের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপ-প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আলাউদ্দিন ভোলা-১ আসনের সাংসদ তোফায়েল আহাম্মেদ,জেলা প্রশাসন ও পুলিশ সুপারের সু-দৃষ্টি কামনা করেন

দৈনিক ভোলা টাইমস কে অসংখ্য ধন্যবাদ

%d bloggers like this: