ঢাকাবুধবার , ৪ আগস্ট ২০২১
আজকের সর্বশেষ সবখবর

চিত্র নায়িকা পরিমনি বাসায় র‌্যাবের অভিযান মাদকদ্রব্যসহ আটক

নিউজ রুম
আগস্ট ৪, ২০২১ ২:০১ অপরাহ্ণ । ৪১৫ জন
Link Copied!
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেক্স!
অভিনেত্রী পরীমনির বাসায় তল্লাসি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তাকে আটক করা হয়েছে। তাকে আটকের তথ্য সন্ধ্যা ৭টার দিকে নিশ্চিত করেন র‌্যাব কর্মকর্তারা। তাকে র‌্যাব কার্যালয়ে নেয়ার জন্য একটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

পরীমণির বাসায় বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে অভিযান শুরু করে র‌্যাব। এর আগে ফেসবুকে লাইভে এসে পরীমণি অভিযোগ করেন, কে বা কারা তার বাসার দরজায় ধাক্কাধাক্কি করছে।

একই তথ্য জানান বাহিনীটির গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান। তিনি বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমাদের একটি টিম সেখানে গেছে। তারা পরীমনির বাসায় অভিযান তল্লাশি চালাচ্ছে। তল্লাশিতে এখনও কিছু পাওয়া গেছে কি না, সেটা বলতে পারছি না। অভিযান ও তল্লাশি চলমান।’

%d bloggers like this: