ঢাকাসোমবার , ৯ আগস্ট ২০২১
আজকের সর্বশেষ সবখবর

১৬ দিনের ব্যবধানে আবারও পদ্মা সেতুর খুঁটিতে ফেরির ধাক্কা

নিউজ রুম
আগস্ট ৯, ২০২১ ৭:৪৭ অপরাহ্ণ । ৪২৬ জন
Link Copied!
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আঘাত করেছে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এতে ২৭টি যান ভর্তি রোরো ফেরিটির পেছনের অংশ ফেটে হুঁ হুঁ করে পানি ঢুকছে। এছাড়া খুঁটির সঙ্গে প্রচণ্ড ধাক্কায় ফেরিতে থাকা একটি ট্রাক প্রাইভেট কারকে চাপা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুইজন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। 

গিয়ে চলেছে পদ্মা সেতু নির্মাণ কাজ নানা চড়াই-উৎরাই এরপর স্বপ্ন এখন বাস্তবের কাছে এমন অবস্থায় পদ্মা সেতুর খুঁটির সঙ্গে ফের ধাক্কা সামনে এসেছে ফেরি চলাচলের রুট পরিবর্তনের ইস্যুটি দোসরা জুলাই পদ্মা সেতুর পিয়ারে ফেরি ধাক্কা লাগে এর রেশ কাটতে না কাটতেই আবারো 16 জুলাই একই ঘটনা ঘটে একই মাসের তেইশ তারিখে 17 নম্বর খুঁটিতে আবারো প্রচন্ডভাবে ধাক্কা দেয় শাহ জালাল নামের ফেরিটি আহত হন 33 ক্ষতিগ্রস্ত হয় এ যাত্রায় কোনমতে রক্ষা পায় যাত্রীরা গঠন করা হয় তদন্ত কমিটি বরখাস্ত করা হয় চালকসহ কয়েকজন বারবার এমন দুর্ঘটনা থেকে স্বপ্নের সেতু রক্ষা করতে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ করেছে শিমুলিয়া বাংলাবাজার ফেরিঘাট ছড়িয়ে আগের মতই ঘাঁটি স্থানান্তরের এতে দূরত্ব কমে এলো সাশ্রয় হবে তবে এই সুপারিশ বাস্তবায়নে সময় লাগবে কয়েক মাস অভিযোগ তেল চুরি করতে অনেক সময় নির্ধারিত রুটে না চালিয়ে


ফেরি চালকরা অন্যপথ ব্যবহার করে এছাড়া পিয়ারের চারপাশের রাবারে মোড়ানো দুর্বল ফেরি সরিয়ে স্রোতের সঙ্গে পাল্লা দিতে পারে এমন ফেরি চালুর কথা বলছেন বিশেষজ্ঞরা তবে এসব সুপারিশ বাস্তবায়নের আগেই আবারো ঘটল দুর্ঘটনা

পদ্মা সেতু কর্তৃপক্ষের দাবি, শুধু জুলাই মাসেই এই নিয়ে ৩টি ফেরি সেতুর পিলারে আঘাত করেছে।

ওই ঘটনার পরই ফেরি শাহ জালালের চালক আব্দুর রহমানকে বরখাস্ত করা হয়। এ ছাড়া ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদনে ফেরির দুই চালককে (মাস্টার ও সুকানি) দায়ী করা হয়েছে।

%d bloggers like this: