ঢাকাবৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় র‍্যাবের অভিযানে ছয় ঔষধ ব্যবসায়ীর অর্থদণ্ড।

নিউজ রুম
সেপ্টেম্বর ৯, ২০২১ ৫:০৪ অপরাহ্ণ । ২৯৭ জন
Link Copied!
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টারঃ

ভোলায় অনুমোদনহীন ঔষধ বিক্রির দায়ে ছয় ব্যবসায়ীকে অর্থদন্ড দিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিনব্যাপী এ অভিযান চালিয়ে এসকল ব্যবসায়ীদের কাছ থেকে জরিমানা বাবদ ৬০ হাজার টাকা আদায় করা হয়। এসময় তাদের কাছ থেকে অনুমোদনহীন বিপুল পরিমাণ ঔষধও জব্দ করা হয়।

এদের মধ্যে রয়েছে ভোলা সদর উপজেলার বাসট্যান্ড এলাকার

কলিকাতা হরবাল লিমিটেডের মালিক মোঃ মিজানুর রহমান (৫০),

জনসেবা মেডিকেল হলের মালিক মোঃ শহিদউদ্দিন (৫০), ভোলার

উপশহর বাংলাবাজার এলাকার চাঁদনী ড্রাগ হাউজের মালিক মোঃ

শামীমুল হক (৬৫), বাংলাবাজার মেডিসিন পয়েন্টের মালিক আহসান

হাবিব(৪০), নূর মেডিকেল হলের মালিক মোঃ নূরনবী (২১), ফরিদ

মেডিকেল হলের মালিক শাহেদুল হক (২৭)।

র‍্যাবের সূত্রে জানা যায়, এই অসাধু ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ঔষুধ মজুদ কর তা বাজারে বিক্রি করে আসছিল। এমনই এক গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদের নেতৃত্বে র্যাব-৮ এর একটি দল এসকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অনুমোদনহীন ঔষধ জব্দ করা হয়। পরে নিষিদ্ধ ও অনুমোদনহীন ঔষধ রাখার দায়ে তাদের কাছ থেকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সামনের দিনগুলোতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‍্যাব।

%d bloggers like this: