ঢাকাবুধবার , ২৯ সেপ্টেম্বর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় সুপারি বাগান থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

নিউজ রুম
সেপ্টেম্বর ২৯, ২০২১ ৯:২০ পূর্বাহ্ণ । ৩০০ জন
Link Copied!
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৌলতখান প্রতিনিধিঃ

ভোলায় সুপারি বাগান থেকে মো. আব্দুল সাত্তার (৬৫) নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল সাত্তার ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে ওই এলাকা থেকে তার উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আব্দুল সাত্তারের বসতঘরের পাশে একটি বড় সুপারি বাগান রয়েছে। ওই বাগানের সুপারি চুরি হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি সেখানে তিনি প্রতিদিন রাত্রিযাপন করেন। গতকাল রাতেও তিনি সুপারি বাগানে থাকতে যান। সকালে স্থানীয়রা সুপারি বাগানে তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলা প্রতিদিনকে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে তার গলাকাটা হয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড সেটা বের করতে তদন্ত চলছে বলে জানান তিনি।

%d bloggers like this: