ঢাকাবুধবার , ২০ অক্টোবর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

শশীভূষণ থানা পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ মাদক সম্রাট গ্রেফতার।।

নিউজ রুম
অক্টোবর ২০, ২০২১ ৮:৩৫ পূর্বাহ্ণ । ২৭২ জন
Link Copied!
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চরফ্যাশন প্রতিনিধি।

ভোলা চরফ্যাসন উপজেলার শশীভূষণ থানাধীন হাজারীগন্জ এলাকায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও মাদক বিক্রির টাকা সহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

গত (১৯ অক্টোবর ) মঙ্গলবার দুপুর ২:৪৫ ঘটিকার সময় শশীভূষণ থানা পুলিশের এসআই সমেছ আলীর নেতৃত্বে এসআই সোলায়মান ও সংগীয় ফোর্স সহ পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শশীভূষণ থানাধীন হাজারীগন্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড থেকে মোঃ ফারুক মাঝি (৪৫) কে তার নিজ ঘরে মাদক বিক্রি করার সময় ৯ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩৪ হাজার ৪০০ টাকা সহ আটক করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ ফারুক মাঝি হাজারীগন্জ ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের মৃত আমির হোসেনের ছেলে।

এখবর নিশ্চিত করে শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী জানান, আসামীর বিরুদ্ধে শশীভূষণ থানায় মাদকদ্রব্য নিয়ন্তন আইনে একটি মাদক মামলা রুজু করা হয়েছে,এর আগেও এই আসামি বিরুদ্ধে ৩ টি মাদক মামলা রয়েছে।

%d bloggers like this: