


নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারী লিঃ তত্ত্বাবধানে ভোলার শান্তির বাজারে একটি সেমিনার আয়োজন করা হয় উক্ত সেমিনারে মাছ পালন বিষয়ক আলোচনা করে এবং পরামর্শ দেয় উক্ত সেমিনারে এবং নারিশ ফিড এর খাবারের গুণগত মান নিয়ে আলোচনা করা হয় উক্ত সেমিনারে উপস্থিত ছিল নারিশ পোল্ট্রি ফিড । ভোলা জেলা তত্ত্বাবধানে- মোঃ হুমায়ুন কবির(DRSM)
মোঃ রকিবুল হাসান (বিএসসি ফিশারিজ)! এবং
মেসার্স ব্রাদার্স পোল্টি এন্ড ফিস ফিডের।
পরিচালক- মোঃ নুরে আলম সুমন এবং
-ম্যানেজিং ডিরেক্টর- আশিকুর রহমান অভি
ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
নারিশ এর উপাদান সমূহ।
-নারিশ বয়লার ফিড
-নারিশ লেয়ার ফিড
-নারীর সোনালী/কক্ ফিড
-নারিশ ডাক/কোয়েল ফিড
-নারিশ ফিস ফিড
-নারিশ চিংড়ি ফিড
-নারিশ ক্যাটল ফিড
-নারিশ ডেইরী ফিড