

বাগেরহাট প্রতিনিধিঃ
চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট আব্দুল হাই শিকদার খোকন ( ৮৫)। বুধবার দিবাগত রাত ৪ টার দিকে নিজ গ্রামের বাড়ি সোনাখালিতে তিনি ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। তিনি পাকিস্তানের সেনা সদস্য ছিলেন। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে তিনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।
বৃহস্পতিবার সকাল ১১ টায় সোনাখালী মহব্বত আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুদফা রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
মোরেলগঞ্জ সহকারী কমিশনার ( ভূমি) মোঃ আলী হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম এবং পরে বরিশাল লেবুখালী সেখ হাসিনা সেনানিবাসের সেনা সদস্যরা সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন। তিনিও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই শিকদারকে পুষ্প শ্রদ্ধার্ঘ্য প্রদান করেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে , ৫ মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা আঃ হাই শিকদার সেনাবাহিনীর একজন সার্জেন্ট ছিলেন।