ঢাকামঙ্গলবার , ১১ জানুয়ারি ২০২২
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতির সংলাপে যাচ্ছেন আন্দালিব রহমান পার্থ ।

নিউজ রুম
জানুয়ারি ১১, ২০২২ ১০:২৯ পূর্বাহ্ণ । ২২৯ জন
Link Copied!
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন  রিপোর্টঃনতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপ অংশ নিচ্ছে দেশের রাজনৈতিক দলগুলো। এরই ধারাবিহকতায় রাষ্ট্রপতির সংলাপে যোগ দিতে যাচ্ছে আন্দালিব রহমান পার্থ এর

নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। আগামী ১৩

জানুয়ারি রাত ৮টায় রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবে দলটি।

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) দলটির মহাসচিব আব্দুল মতিন সউদ সূত্র এ তথ্য নিশ্চিত করেন। সউদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে যে সংলাপ ডেকেছেন তাতে আমরা অংশ নেব।

তিনি বলেন, আমাদের দলের চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে।

নতুন নির্বাচন কমিশন গঠনে গত ২০ ডিসেম্বর রাষ্ট্রপতির সংলাপ শুরু হয়। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি। মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপে বসছেন রাষ্ট্রপতি। নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে সংলাপ অনুষ্ঠিত হয়েছিল।

%d bloggers like this: