


স্টাফ রিপোর্টার।।
ভোলা জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ এর মাতা হারিছা খাতুন (৯২) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন) বৃহস্পতিবার বিকাল ৫ টায় কালীবাড়ি রোডস্থ নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমার পারিবারিক সুত্র জানায়, মৃত্যুকালে তিনি ৪ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় কালিবাড়ি রোডস্থ বিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা নামাজ শেষে মসজিদ সংলগ্ন গোরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হবে। এদিকে জেলা বিজেপি সম্পাদকের মায়ের মৃত্যুতে গভরী শোক ও সমবেদনা জানিয়ে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।
পাশাপাশি ভোলা জেলা বিজেপি সভাপতি আলহাজ্ব কামালউদ্দিন চৌধুরী, সিনিয়ার সহসভাপতি আমিরুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরনবী, সদর উপজেলা বিজেপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মানিক বাগা, দপ্তর সম্পাদক অনুপম দত্ত, পৌর বিজেপি সভাপতি জাহাঙ্গির আলম, জেলা জুব সংহতির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী টিটু, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক গোলাম হোসেন, জেলা ছাত্র সমাজের আহ্বায়ক আনোয়ার হোসেন এবং সদস্য সচিব কামাল উদ্দিন সর্দারসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক জানিয়েছেন।