


আমির হামজা।।
ভোলা পৌরসভার বিভিন্নস্থানে হতদরিদ্র, ছিন্নমূল, ভাসমান মানুষ ও পথশিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে সামাজিক সংগঠন সোসাইটি ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ভোলা পৌরসভার বিভিন্ন এলাকায় ভবঘুরে ভাসমান মানুষের মাঝে রান্না করা খাবার তুলে দেয় সংগঠনের স্বেচ্ছাসেবীগন।
এসময় অন্যান্যের মধ্যে খাবার বিতরণে সহযোগিতা করেন- সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব ইব্রাহিম গোলদার এবং অন্যান্য শুভানুধ্যায়ীরা।
রান্না করা খাবার বিতরণকালে আরো উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক মোঃ হাসনাইন মাহমুদ নাসিম,যুগ্ন-আহবায়ক মোঃ রাহিম ইসলাম, মোঃ সৌরভ, মোঃ আমির হামজা, কোষাধ্যক্ষ- মোঃ রিতুল সিকদার, মোঃ তামিম, আহবায়ক সদস্য- মোঃ নাঈম ইসলাম আসিফ, মোঃ রাফি, মোঃ হিমেল সহ প্রমূখ।
সামনের দিনগুলোতে এমন মানবিক প্রয়াস অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের আহবায়ক মোঃ হাসনাইন মাহমুদ নাসিম। তাছাড়া এ কর্মসূচি সফল করতে যারা বিভিন্নভাবে সার্বিক সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।