ঢাকামঙ্গলবার , ১৫ ফেব্রুয়ারি ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় ছাত্রলীগ সভাপতি রাইহানের ক্রিকেট লীগে সেঞ্চুরি

নিউজ রুম
ফেব্রুয়ারি ১৫, ২০২২ ৭:৫১ অপরাহ্ণ । ২৯২ জন
Link Copied!
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার ॥
ভোলায় জমে উঠেছে মুজিব শতবর্ষ ক্রিকেট লীগ। টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে রাইহানের সেঞ্চুরিতে ভেদুরিয়া স্পোর্টিং ক্লাব বিপক্ষে ১৯৮ রানে বড় জয় পেয়েছে কালিবাড়ী রোড ক্রিকেট ক্লাব।

সোমবার (১৪ ফেব্রুয়ারী) সকালে ভোলা গজনবী স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় ভেদুরিয়া স্পোর্টিং ক্লাব। টসে হেরে প্রথমে ব্যাট করে কালিবাড়ী রোড ক্রিকেট ক্লাব নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে হারিয়ে ২৮৯ রান করে। দলের পক্ষে রাইহান আহাম্মদ ১১৭ রান ও আতিক ৮৪ রান করে।ভেদুরিয়া স্পোর্টিং ক্লাবের আলিফ ২ উইকেট লাভ করেন। জবাবে ভেদুরিয়া স্পোর্টিং ক্লাব ৪২ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৯৭ রান গুটিয়ে যায়। দলের পক্ষে মঈন ২৪ রান করে। কালিবাড়ী রোড ক্রিকেট ক্লাব তামিম ৩ উইকেট লাভ করেন। ১৯৮ রানে ভেদুরিয়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে কালিবাড়ী রোড ক্রিকেট ক্লাব। এবারের লীগে দুটি গ্রুপে ১০টি দল অংশ গ্রহণ করছে। দলগুলো হলো-ক গ্রুপে কালিবাড়ী রোড ক্রিকেট ক্লাব, ভেদুরিয়া স্পোটিং ক্লাব, আমির স্মৃতি একাদশ, রাজরানী ডিপার্টমেন্টাল স্টোর, সদর রোড ক্রিকেট ক্লাব, খ গ্রুপে দল গুলো হলো:-কালিনাথ বাজার একতা সংঘকে আলী মেমোরিয়াল সংঘ, উমামা স্পোর্টিং ক্লাব, শাহাবাজপুর স্পোর্টিং ক্লাব, ওয়েস্টার্ণ ব্রাদার্স। গ্রুপে পর্যায় থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ ২ দল করে ৪ দল সেমিফাইনলা উঠবে।

%d bloggers like this: