ঢাকাশুক্রবার , ২৫ মার্চ ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ভোলার মনপুরায় শিল্পী মমতাজ গানে মঞ্চ মাতালেন

নিউজ রুম
মার্চ ২৫, ২০২২ ১১:৩০ পূর্বাহ্ণ । ২৬৬ জন
Link Copied!
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টারঃ

ভোলার মনপুরায় ‘মনপুরা’ সিনেমার গানে মঞ্চ মাতালেন ফোক সম্রাজ্ঞী ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম। জনপ্রিয় এই গায়িকার গানের তালে তালে হেলে-দুলে নেচেছেন গেয়েছেন মনপুরার প্রায় সব শ্রেণি পেশার মানুষ। বৃহস্পতিবার (২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলা হাজিরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে মনপুরার নদী ভাঙন রোধ প্রকল্প একনেকে এক হাজার ১৫ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হওয়ায় স্থানীয় এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে মনপুরার সর্বস্তরের জনগণের পক্ষে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক সন্ধ্যায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে গানে গানে মঞ্চ মাতান মমতাজ।

এ সময় তিনি ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত গিয়াস উদ্দিন সেলিমের রচনা ও পরিচালনা ভোলার মনপুরার নামে নির্মিত ‘মনপুরা’ সিনেমার গান ‘আগে যদি জানতাম রে বন্ধু, তুমি হইবা পর, ছাড়িতাম কি বাড়ি আমার ছাড়িতাম না ঘর’ এই গানসহ জনপ্রিয় একাধিক গান পরিবেশন করেন। অনুষ্ঠানে মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম।

এ সময় আরও উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামিম মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম শাহজাহান প্রমুখ।

%d bloggers like this: