


ভোলা বঙ্গ নিউজ ডেস্কঃ
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি শহীদ মুক্তিযুদ্ধ সৃতি স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ উপলক্ষে ২৬ মার্চ শনিবার ভোর ৬টায় ভোলা নতুন বাজার বিজেপি কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে ভোলা জেলা প্রশাসকের কার্যালয় এর সামনে শহীদ মুক্তিযুদ্ধ সৃতি স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, ভোলা জেলা বিজেপির নেতৃবৃন্দ, ভোলা সদর উপজেলা বিজেপি নেতৃবৃন্দ, জেলা যুব সংহতি নেতৃবৃন্দ, ছাত্র সমাজ নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, বিজেপির ভোলা জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোঃ মোতাছিমবিল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ নূরনবী, সদর উপজেলা বিজেপি সভাপতি মোঃ আব্দুল জলিল, সম্পাদক আবুল বশার বুলবুল, জেলা যুব সংহতির সিনিয়র সহ-সভাপতি মোঃ মাঈনুল ইসলাম, সেচ্ছাসেবক পার্টির সভাপতি মোঃ গোলাম হোসেন পৌর-বিজেপি’র সভাপতি জাহাঙ্গীর আলম, সম্পাদক মাহিদুর রহমান শুভ এবং ছাত্র সমাজ সম্পাদক মোঃ কামাল উদ্দিন সরদার প্রমূখ।