ঢাকাশুক্রবার , ১ এপ্রিল ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় মাকে বাড়ি নিতে এসে সড়ক দুর্ঘটনায় নিহত ছেলে

নিউজ রুম
এপ্রিল ১, ২০২২ ১০:৫০ পূর্বাহ্ণ । ২৪৩ জন
Link Copied!
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাকিব হোসেন।। 

ভোলায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মো. ইয়ামিন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে ভোলা-ভেদুরিয়া সড়কের সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কালীমুল্লাহ চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ামিন দৌলতখান উপজেলার মধ্য জয়নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. মিজানুর রহমানের ছেলে।

ভোলা সদর হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশ সদস্য মো. মামুন ও ভোলা ফায়ার সার্ভিস ইন্সপেক্টর মো. হারুন জানান, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ইয়ামিন একটি মোটরসাইকেল নিয়ে তার মাকে ভোলা লঞ্চঘাট থেকে আনতে যান। পথে ভোলা চরসামাইয়া কালীমুল্লাহ চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্ক লাগে এতে ইয়ামিন ঘটনাস্থলেই নিহত হন।
পরে এক পথচারী তার রক্তাক্ত লাশ রাস্তায় পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে কল দিলে ভোলা ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

%d bloggers like this: