


মোঃ আরিয়ান আরিফ।।
ভোলা গজনবী স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২১-২২ এর চ্যাম্পিয়ন হয়েছে চরনোয়াবাদ মুসলিম হাইস্কুল। মঙ্গলবার (১৯ এপ্রিল) ফাইনালে টাউন কমিটি (বাংলা) হাইস্কুলকে ৮ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় তারা। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে স্কুলটি বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছে।
ফাইনাল খেলায় টসে জিতে প্রথম ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় টাউন কমিটি (বাংলা) হাইস্কুল। প্রথম ব্যাটিং করতে নেমে চরনোয়াবাদ মুসলিম হাইস্কুলের
বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি টাউন কমিটি (বাংলা) হাইস্কুলের ব্যাটাররা। ২৪.৩ বল খেলে মাত্র ৫৩ রানে অলআউট হয় তারা। জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় চরনোয়াবাদ মুসলিম হাইস্কুল। ফাইনাল খেলায় ম্যান অব ম্যাচ হন রাজু আহাম্মদ। তিনি ৬ ওভার বল করে ৬ রান খরচায় ৪ উইকেট লাভ করেন।
এরআগে গত মঙ্গলবার (১২ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ভোলার গজনবী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২১-২২ এর উদ্বোধন করা হয়।
এবারের টুর্নামেন্টে ৪টি দল অংশ গ্রহন করে। দলগুলো হলো:- চরনোয়াবাদ মুসলিম হাইস্কুল,
চর ইলিশা আর্দশ হাইস্কুল, চরসামাইয়া হাইস্কুল, টাউন কমিটি (বাংলা) হাইস্কুল।