ঢাকাশুক্রবার , ৬ মে ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ঈদ কনসার্টে মঞ্চ মাতালেন ভোলার সাংবাদিক জাকির

নিউজ রুম
মে ৬, ২০২২ ২:১৪ অপরাহ্ণ । ১১২ জন
Link Copied!
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আরিয়ান আরিফ।।

ভোলায় ঈদ কনসার্টে মঞ্চ মাতালেন যমুনা টিভি’র ভোলা প্রতিনিধি সাংবাদিক এইচ এম জাকির। ব্যঞ্জনবর্ণ ব্যন্ড দলের ঈদ কনসার্টে একের পর এক জনপ্রিয় ব্যান্ড সংগিত পরিবেশন করে দর্শকমাতিয়ে তোলান। দর্শকদের একের পর এক অনুরোধে গান পরিবেশন করে বাংলাস্কুল মাঠের কনসার্টকে আরো প্রানবন্ত করে তোলেন ভোলার হাল সময়ের এই জনপ্রিয় সাংবাদিক। সারাদিন নিউজের টানে বন-বাদারে ছুটে চলা এই সাংবাদিকের কন্ঠে আসবার কালে আসলাম একা, ফাগুনের দিন গুলো, নিঃস্ব করেছো তুমি কি নিঠুর ছলনায় সহ পরিচিত গান গুলো শুনে বিমোহিত হয়ে পরেন। সন্ধায় ভোলা টাউন কমিটি বাংলাস্কুল ভাসানি মঞ্চে শুরু হওয়া এই ঈদ কনসার্টে একের পর এক ব্যঞ্জনবর্ণে’র জিয়াউর রহমানসহ ভোকালিস্টরা গান পরিবেশ করতে থাকেন। সন্ধায় শুরু হওয়া কনসার্ট দর্শকদের অনুরোধে রাত ১২ টায় শেষ হয়।

কনসার্টের মিডিয়া পার্টনার ভোলার জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ভোলা প্রতিদিন এর ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হয়। ভোলার একটি স্থানীয় ব্যান্ড দলের এমন অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশনা দেখে আবেগাপ্লুত হয়ে পরেন ভোলার বাহিরে থেকে ঈদে ভোলায় আসা তরুণ প্রজন্মের দর্শকরা। তাদের চাওয়া ভোলার ব্যান্ড দলগুলোকে ঢাকায় থাকা শিল্পপতিরা পৃষ্টপোষকতার হাত বাড়িয়ে দিলে তারা ভোলাকে জাতীয় ভাবে তুলে ধরতে পারবে।

%d bloggers like this: