ঢাকাসোমবার , ১৬ মে ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় ট্রাক চাপায়ে স্কুলছাত্রী নিহত, আহত ৪

নিউজ রুম
মে ১৬, ২০২২ ৭:২০ অপরাহ্ণ । ১০৮ জন
Link Copied!
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাসনাইন আহমেদ।। বিশেষ প্রতিনিধি,

ভোলা সদর উপজেলার ইলিশা সড়কের কারিমিয়া কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার সামনে সড়ক দূর্ঘটনায় মোসাঃ মাইসা (৯) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছেন, নিহতের মাতা জাকিয়া আক্তার (২৮) ও তার ছোট ভাই জোবায়ের। আর আহত দুই জন, তাদের নাম জানা যায়নি। নিহত মাইসা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের পাকামাথা সংলগ্ন হাজী বাড়ীর মোঃ জসিমের মেয়ে।

নিহত মাইসা সদর উপজেলার কবি মোজাম্মেল হক বিদ্যাপীঠ স্কুলের ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী।

সোমবার (১৬ মে) দুপুরে দিকে উপজেলার ইলিশা সড়ক দিয়ে স্কুল থেকে বাসায় ব্যাটারি চালিত অটোরিকশা দিয়ে যাওয়া সময় ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, দুপুরে পরাণগঞ্জ বাজার এলাকায় যাত্রীবাহী ব্যাটারি চালিত একটি অটো রিস্কার সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়, এতে অটোরিকশার যাত্রী মাইশা ঘটনাস্থলেই নিহত হয়। তাকে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত বলে ঘোষণা করেন। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসারত আছে বলে নিচ্ছিত করেছেন হাসপাতালের কর্তব্যরত পুলিশ মোঃ মামুন।

%d bloggers like this: