ঢাকাবুধবার , ১৮ মে ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় কমিউনিটি লিডারদের দিনব্যাপী ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত

নিউজ রুম
মে ১৮, ২০২২ ১২:১৯ পূর্বাহ্ণ । ৮১ জন
Link Copied!
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আশিকুর রহমান শান্ত।।

করোনা ভাইরাস প্রতিরোধে টিকা গ্রহণে উদ্ধুদ্ধ করার লক্ষ্যে দৌলতখানে কমিউনিটি লিডারদের ওরিয়েন্টেশন সভা অনষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (১৭মে) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে ‘দি’ হাঙ্গার প্রজেক্ট এর বাস্তবায়নে ইউনিসেফের সহযোগিতায় এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। এতে দৌলতখান উপজেলার সরকারি বে-সরকারি কর্মকর্তা- কর্মচারী, শিক্ষক ,জনপ্রতিনিধি সহ বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি লিডাররা অংশ গ্রহণ করেন।

এসময় ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৌলতখান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আনিসুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ‘দি’ হাঙ্গার প্রজেক্টের বরিশাল অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা, মেডিকেল অফিসার ডাঃ শিবলী সাদিক আল ইসলাম, ‘দি’ হাঙ্গার প্রজেক্টের সহকারী প্রোগাম অফিসার মাহাদী হাসান তানভীর, ‘দি’ হাঙ্গার প্রজেক্টের ভোলা জেলা সমন্বয়কারী আশরাফুল ইসলাম মামুন, রেডিও মেঘনার স্টেশন ম্যানেজার রাশিদা বেগম, ‘দি’ হাঙ্গার প্রজেক্টের হিসাব কর্মকর্তা আব্দুল কাদের, ইনফরমেশন সার্ভিস প্রোভাইডর এম শরীফ আহমেদ প্রমূখ

%d bloggers like this: