ঢাকাসোমবার , ৩০ মে ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ভোলা শিবপুর ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ

নিউজ রুম
মে ৩০, ২০২২ ১১:২০ অপরাহ্ণ । ১০৫ জন
Link Copied!
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি।।

ভোলা সদর শিবপুর ইউনিয়নে জাটকা আহরণে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

“উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সোমবার সকাল থেকে এপ্রিল ও মে ২ মাসের এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।”

জানা গেছে, প্রতিবছর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ও মে এ চার মাস সাগর ও নদীতে জাটকা আহরণ নিষিদ্ধ করে সরকার। ওই চার মাস জাটকা আহরণে বিরত থাকা জেলেদের জন্য সরকার ভিজিএফ কর্মসূচির গ্রহণ করেন। এতে প্রত্যেক জেলেকে ১ মাসে ৪০ কেজি করে ২ মাসে ৮০ কেজি চাল দেয়া হয়। ওই কর্মসূচির মধ্যে শিবপুর ইউনিয়নে ১ হাজার ২ শত ১৩ জন জেলেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এপ্রিল ও মে মাসে ৯৭ দশমিক ৪০ মেট্রিক টন চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ট্যাগ অফিসার মো. জামাল হোসাইন ইউপি চেয়ারম্যান মো: জসিম উদ্দিন, ইউনিয়ন পরিষদ সচিব ও সকল ইউপি সদস্য বৃন্দ।
ট্যাগ অফিসার মো. জামাল হোসাইন বলেন, জাটকা আহরণে বিরত থাকা জেলেদের কষ্ট লাঘবে সরকার ভিজিএফ কর্মসূচি গ্রহণ করেছে। ওই কর্মসূচির চাল জেলেদের মাঝে বিতরণ করা হয়।

%d bloggers like this: