


বিশেষ প্রতিনিধি।।
ভোলা সদর শিবপুর ইউনিয়নে জাটকা আহরণে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
“উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সোমবার সকাল থেকে এপ্রিল ও মে ২ মাসের এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।”
জানা গেছে, প্রতিবছর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ও মে এ চার মাস সাগর ও নদীতে জাটকা আহরণ নিষিদ্ধ করে সরকার। ওই চার মাস জাটকা আহরণে বিরত থাকা জেলেদের জন্য সরকার ভিজিএফ কর্মসূচির গ্রহণ করেন। এতে প্রত্যেক জেলেকে ১ মাসে ৪০ কেজি করে ২ মাসে ৮০ কেজি চাল দেয়া হয়। ওই কর্মসূচির মধ্যে শিবপুর ইউনিয়নে ১ হাজার ২ শত ১৩ জন জেলেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এপ্রিল ও মে মাসে ৯৭ দশমিক ৪০ মেট্রিক টন চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ট্যাগ অফিসার মো. জামাল হোসাইন ইউপি চেয়ারম্যান মো: জসিম উদ্দিন, ইউনিয়ন পরিষদ সচিব ও সকল ইউপি সদস্য বৃন্দ।
ট্যাগ অফিসার মো. জামাল হোসাইন বলেন, জাটকা আহরণে বিরত থাকা জেলেদের কষ্ট লাঘবে সরকার ভিজিএফ কর্মসূচি গ্রহণ করেছে। ওই কর্মসূচির চাল জেলেদের মাঝে বিতরণ করা হয়।