

নিউজ ডেস্ক।।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন আরো শতাধিক। ডিপোতে অনেক কনটেইনারে রাসায়নিক রয়েছে। এসব কনটেইনারে একের পর এক বিস্ফোরণ ঘটছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শাহজাহান শিকদার জানান, রাত ৯টা ২৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর প্রথমে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে রাত সাড়ে ১২টার দিকে ১৬টি ইউনিট একযোগে কাজ চালাতে থাকে। তাদের সহায়তা করে পুলিশ ও স্থানীয়রা।
এর আগে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ডিপোর লোডিং পয়েন্টের ভেতর এ ঘটনা ঘটে।
এদিকে, চট্টগ্রামের সব চিকিৎসককে চমেক হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে রোগীর চিকিৎসা কাজে নিয়োজিত হওয়ার অনুরোধ জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী। এছাড়াও মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠাতে অনুরোধ জানিয়েছে ফায়ার সার্ভিস। একই সঙ্গে রক্তদাতাদেরও এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।