ঢাকামঙ্গলবার , ১৪ জুন ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মসজিদে দোয়া মাহফিল।।

নিউজ রুম
জুন ১৪, ২০২২ ২:২০ অপরাহ্ণ । ৯২ জন
Link Copied!
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি।।

ভোলায় খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য মসজিদ মসজিদে দোয়ার আয়োজন করেছে ভোলা জেলা বিএনপি।
১৪ জুন জোহর বাদ খলিপাপট্রি জামে মসজিদসহ শহরের বিভিন্ন মসজিদগুলোতে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শহরের প্রশাসনিক এলাকার নতুন বাজার বডিং মসজিদের দোয়া মাহফিলে উপস্থিত হয়ে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি সাবেক মেয়র সফিউর রহমান কিরণ, সহ সভাপতি রাইসুল আলম, যুগ্ম সম্পাদক ইয়ারুল আলম লিটন ও নির্বাহি সদস্যা আমিনুল হক মামুন।

দোয়া অনুষ্ঠানে দলের অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দল ও ওলামা দলসহ সকল অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, চিকিৎসা দেশের সকল মানুষের মৌলিক অধিকার আর তিন বারের প্রধান মন্ত্রী যদি এই অধিকার না পায় তাহলে সরকারকে এর সকল দায় দায়িত্ব বহন করতে হবে। আমরা আশা করবো সরকারের শুভবোধ উদয় হবে এবং খালেদা জিয়ার সকল চিকিৎসার বন্ধোবস্ত করবেন। দোয়া অনুষ্ঠান পরিচারনা করেন বকুল তলা মসজিদের খতিব মাওলানা বেলায়েত হোসেন।

%d bloggers like this: