ঢাকাশুক্রবার , ১ জুলাই ২০২২
আজকের সর্বশেষ সবখবর

মানষ ঘোষ শান্তকে আহবায়ক করে বাংলা‌দেশ ছাত্র সমা‌জের ভোলা জেলার সম্মেলন প্রস্তুতির আহ্বায়ক কমিটির অনুমোদন

নিউজ রুম
জুলাই ১, ২০২২ ৪:৩৩ অপরাহ্ণ । ৮৪ জন
Link Copied!
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার।

বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ভোলা জেলার সম্মেলন প্রস্তুতির আহ্বায়ক কমিটিতে মানষ ঘোষ শান্ত কে আহ্বায়ক করে ১১ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

গত সোমবার (২৭ জুন) এই কমিটির অনুমোদন দেন
বাংলাদেশ জাতীয় পার্টি (ৰি,জে,পি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।

সম্মা‌নিত সদস‌্য হি‌সে‌বে রয়ে‌ছেন মোঃ হোসেন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ ইসমাইল মোঃ রুমি, মোঃ হিরন, মোঃ স্বপন, মোঃ হাবিব,মোঃ আলী, মোঃ কাইয়ুম, ইমরোজ আলম ট্রিমন।

গত নির্বাচ‌নের পর থে‌কে ২০ দলীয় ঐক‌্যজোট থে‌কে বের হ‌য়ে, ভোলা-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র নাজিউর রহমান মঞ্জুরের নেতৃত্বে প্রতিষ্ঠিত হওয়ায় দল বাংলা‌দেশ জাতীয় পার্টি বিজে‌পির বর্তমান চেয়‌ারম‌্যান ব‌্যরিস্টার আন্দা‌লিব রহমান পার্থ এককভা‌বে দল গুছা‌নো শুরু ক‌রেন, তারই ধারাবাহীকতা বজায় রাখ‌তে প্রায় তিন বছর পর ২০২১ সা‌লের শে‌ষের দি‌কে এ‌সে প্রথ‌মে ছাত্র সমা‌জের আহবায়ক ক‌মি‌টি প‌রে ক্রমান্বয়ে অনান‌্য অঙ্গ সংগঠন ও সহ‌যো‌গি সংগঠ‌ন এবং মূল দল বি‌জে‌পির ক‌মি‌টি অনু‌মোদন দেওয়‌া হবে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন দলটির চেয়‌ারম‌্যান ব‌্যরিস্টার আন্দা‌লিব রহমান পার্থ।

%d bloggers like this: