ঢাকাবৃহস্পতিবার , ২৫ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

দৌলতখানে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত 

নিউজ রুম
আগস্ট ২৫, ২০২২ ১১:৪০ অপরাহ্ণ । ৫১ জন
Link Copied!
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাসনাইন আহমেদ।।

ভোলার দৌলতখান থানার আয়োজনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহঃ বার বিকালে ভবানী পুর ইউনিয়নের রাধাবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ ফরহাদ সরদার ।

 

দৌলতখান থানা ওসি তদন্ত শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভবানী পুর ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন, দৌলতখান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শরীফ।

 

এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

 

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ ফরহাদ সর্দার, মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান।

 

তিনি বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। যারা পুলিশকে ভুল তথ্য দিয়ে হয়রানি করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থ নেওয়া হবে। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। মাদকের সঙ্গে কোনো আপস নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহবান জানান তিনি।

%d bloggers like this: