


ইকবাল হোসেন রাজু।। ভোলা বঙ্গ নিউজ।।
মেঘনার নদীতে লঞ্চের ধাক্কায় নিখোঁজের ১১ ঘণ্টা পর কামালের মরদেহ উদ্ধার হয়েছে। আজ (১লা অক্টোবর) দুপুর ২টার দিকে বাহাদুরপুর আজাদ ভুঁইয়ার মাছঘাট এলাকায় নদীর মাঝে সাইফুল মাঝির গাঠি জালে ভেসে ওঠে কামালের মরদেহ। কোস্টগার্ডের সহযোগিতায় মরদেহটি তীরে নিয়ে আসে জেলেরা। বিষয়টি নিশ্চিত করেন ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আই আবদুল করিম।
উল্লেখ্য গতকল্য রাত অনুমান তিনটার দিকে ভোলার রাজাপুরের মেঘনার মোহনা মাসকাট নদীর বাকের মৃধার মাছঘাট এলাকায় লঞ্চের সাথে ধাক্কা লেগে নদীতে পরে নিখোঁজ হন কামাল।এই দুর্ঘটনায় নিখোঁজ কামালের সাথে থাকা অপর জেলে ইউসুফ হোসেনকে স্থানীয়রা উদ্ধার করতে পারলেও পাওয়া যায়নি কামালকে।
প্রকাশ থাকে যে তারা নদীতে জাল ফেলে নৌকা নোঙর করে ঘুমিয়েছিলেন। রাত ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চ এমভি কাজল নামের লঞ্চের ধাক্কায় নৌকাসহ ডুবে যান তারা।