ঢাকাশনিবার , ১৫ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ১৮ জেলে আটক

নিউজ রুম
অক্টোবর ১৫, ২০২২ ৭:৪১ অপরাহ্ণ । ৬৩ জন
Link Copied!
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাসনাইন আহমেদ, ভোলা বঙ্গ নিউজ।।

ভোলায় মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে ও পুলিশের উপর হামলা করার অভিযোগে ভোলার সদর উপজেলার রাজাপুর ও ভোলার চর পয়েন্ট থেকে ১৮ জেলেকে আটক করেছে ইলিশা নৌ থানার পুলিশ।

শনিবার (১৫ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার দিকে রাজাপুর ও ভোলার চর নামক পয়েন্ট মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়,মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে গেলে নৌ পুলিশের উপর ইট পাটকেল ছুঁড়ে হামলা করেন জেলেরা।এসময় নৌ পুলিশ আত্মরক্ষার্থে দুই রাউন্ড শর্টগানের গুলি ছুড়েন,একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।জেলেদের থেকে ২০ কেজি ইলিশ মাছ,কারেন্ট জাল, একটি ট্রলারসহ ১৮ জেলেকে আটক করেন।

আটককৃত জেলেরা ভোলা,মেহেন্দিগঞ্জ ও লক্ষীপুর জেলার বাসিন্দা বলে জানাগেছে।

এ ঘটনায় নৌ পুলিশের দুই সদস্য গুরুতর আহত হয়।আহতদের ভোলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান ইলিশা নৌ থানার ওসি আখতার হোসেন।

ইলিশা নৌ থানার ওসি মোঃ আক্তার হোসেন জানান,আমাদের অভিযানে আটক ১৮ জেলের বিরুদ্ধে পুলিশের উপর হামলা ও মৎস সম্পদ সুরক্ষা আইনে পৃথক দুইটি মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছ।

%d bloggers like this: