ঢাকাবুধবার , ১৯ অক্টোবর ২০২২
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

অজ্ঞাত পুরুষের বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার 

নিউজ রুম
অক্টোবর ১৯, ২০২২ ৩:৩৭ অপরাহ্ণ । ৬৫ জন
Link Copied!
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার,। ভোলা বঙ্গ নিউজ।।

ভোলার ইলিশা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে ভাসমান অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার(১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জরুরী সেবা ৯৯৯ এর কল পেয়ে ইলিশা নৌ থানার পুলিশ, সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে বস্তাবন্দি ভাসমান অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধারের করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইলিশা নৌ থানার ওসি আখতার হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,একটি বস্তা ভাসমান অবস্থায় থাকতে দেখে জরুরি সেবা ৯৯৯ জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে আজ (১৯ অক্টোবর) সকাল ৮ টায় অজ্ঞাত ব্যক্তির মরদেহটি ভোলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

ইলিশা নৌ থানার ওসি আখতার হোসেন জানান, নিহত ব্যাক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম করার পরে প্রচলিত আইনে ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

%d bloggers like this: