


হাসনাইন আহমেদ,। ভোলা বঙ্গ নিউজ।।
ভোলা সদর উপজেলার চর-সামাইয়া ইউনিয়নে বাংলাদেশ রেডক্রিসেন্টের সোসাইটির ভোলা ইউনিটের উদ্যোগে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় চর-সামাইয়া ইউনিয়ন পরিষদের শান্তির হাট বাজার এলাকায় রেডক্রিসেন্ট সোসাইটির ভোলা জেলা ইউনিটের সহায়তায় ১৫০ টি পরিবারের মাঝে চিড়া, পানি, বিস্কিট, খাবার স্যালাইন, চিনি, প্রদান করেন।
সম্প্রতি ভোলায় ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেই ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছে জেলা রেড ক্রিসেন্টে সোসাইটি ।
এ ত্রান বিতরন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফরহাদ সরদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, জেলা রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী সদস্য ফেরদাউস ইসলাম। চর-সামাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মাতাব্বরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির, ইউনিয়ন পরিষদের সদস্য ও সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার বলেন জনসাধারণের সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশ সর্বদা সজাগ দৃষ্টি রাখছে এবং ঘূর্ণিঝড় সিত্রাং এ ক্ষতিগ্রস্তদের পাশে দারানোর আশ্বাস দেন ।