ঢাকাবৃহস্পতিবার , ২৭ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

নিউজ রুম
অক্টোবর ২৭, ২০২২ ৫:৪৮ অপরাহ্ণ । ১২১ জন
Link Copied!
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাসনাইন আহমেদ,। ভোলা বঙ্গ নিউজ।।

“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ভোলায় শিক্ষা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ২৭ অক্টোবর) সকল ৯ টায়ে ভোলা জেলা প্রশাসক কার্যালয় সামনে থেকে শিক্ষকদের একটি র‍্যালী বের হয়ে শহরের মূল্য সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে র‍্যালীটি শেষ হয়। র‍্যালী শেষে জেলা প্রশাসকের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভাটি পবিত্র কোরআন তেলওয়াত ও গিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলওয়াত করছেন- নাছির মাঝি দাখিল মাদ্রাসা সুপার জনাব সামছুল আলম ও

গিতা পাঠ করেছেন- বাংলা বাজার ফাতেমা খাতুন কলেজ এর শিক্ষক দ্রুব হালদার।

ভোলা জেলা শিক্ষা গবেষণা কর্মকর্তা মো. নুরে আলম সিদ্দিকের সঞ্চালানায় সভায় ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. গোলাম জাকারিয়া সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন ভোলার জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহি চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু। বিশেষ অতিথি বক্তব্য রাখেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক নুর মোহাম্মদ হুসাইনি ও জেলা জেলা শিক্ষা অফিসার মাদক চন্দ্র দাস। অতিরিক্ত জেলা প্রশাসক বিবেক সরকার।

এসময় সভা বক্তব্য রাখেন ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসা উপ- অধ্যক্ষ মাওলানা মোবাসিরুল হক নাঈম, আলতাজুর রহমান ডিগ্রি কলেজ এর শিক্ষিকা হালিমা আক্তার ঝর্ণা, নাজিউর রহমান ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যক্ষ কামাল হোসেনের শাহিন, চরনোয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যাল- প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল, ভোলা সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা সেমোলি, ভোলা পৌরবালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান সাহেব, পশ্চিম রুহিতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল হাছান সেলিম।

কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন প্রমূখ।

এসময়ে আলোচনা সভা উপস্থিত ছিলেন, চরপাঙ্গাশিয়া ইসলামীয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমির হোসেন, চরশেমায়া বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. আব্দুস শহিদ তালুকদার, চর ইলিশ তালুকদার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

%d bloggers like this: