ঢাকাবুধবার , ২ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় ল্যাব এইড ডায়াগনস্টিক এর ৩০ তম শাখা উদ্বোধন।

নিউজ রুম
নভেম্বর ২, ২০২২ ১:১৯ অপরাহ্ণ । ১৬০ জন
Link Copied!
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাসনাইন আহমেদ, ভোলা 

বিশেষজ্ঞ চিকিৎসক ও সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে ভোলায় মঙ্গলবার (১ নভেম্বর) বিকালে উকিল পাড়ার নিজাম হাসিনা চক্ষু হাসপাতাল সংলগ্ন আজিজ সেন্টারে ল্যাব এইড ডায়গনস্টিকস এর ৩০ তম শাখা শুভ উদ্বোধন হয়েছে ।

আলোচনা, কেক কাটা ও দোয়া মোনাজাতের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিনিয়র জিএম এটিএম মহিউদ্দিন, জিএম (মার্কেটিং) জাহাঙ্গীর আলম হায়দার, ভোলা শাখা ব্যবস্থাপক কামরুল হাসান রিয়াদ, সিনিয়র এক্সিকিউটিভ ( মার্কেটিং) আশরাফুল আলম, ভোলা সদর এসিল্যাড আলী সুজা, প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, সাবেক সিভিল সার্জন শাহেআলম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, ভোলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছালাউদ্দিন হাওলাদার, আইনজীবী সমিতির সাবেক সভাপতি মহিবুল্লাহ মিয়া, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ রায় অপু, আজিজ সেন্টারের স্বত্বাধিকারী, রাজনীতিবিদ আলহাজ্ব তরিকুল ইসলাম কায়েদ, ডাঃ জান্নাতি আলম সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

ভোলা ল্যাব এইড ডায়াগনস্টিক এর ম্যানেজার কামরুল হাসান রিয়াদ বক্তব্যে বলেন, এই শাখায় অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সেবা প্রদান করবেন। এখানে রোগীদের জন্য প্যাথলজি, ডিজিটার এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফি ইসিজি, ইকো-কার্ডিওলজি কালার ডপলার ইটিটি, ওপিজিসহ নানা আধুনিক সেবা প্রদান করা হবে ।

%d bloggers like this: