ঢাকাসোমবার , ৭ নভেম্বর ২০২২
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় হারিয়ে যাওয়া ১২টি ফোন উদ্ধার করে দিলো পুলিশ

নিউজ রুম
নভেম্বর ৭, ২০২২ ২:২২ অপরাহ্ণ । ৪৯ জন
Link Copied!
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার, ভোলা বঙ্গ নিউজ।।

ভোলায় হারিয়ে যাওয়া ১২টি স্মার্ট ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছে ভোলার পুলিশ। রবিবার (৬ই নভেম্বর) এই মোবাইল উদ্ধার করে হস্তান্তর করা হয়।

জেলা গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম জেলা পুলিশের আইসিটি শাখার সহযোগিতায় হারিয়ে যাওয়া ১২টি মোবাইল ফোন উদ্ধার করেন।

মালিকের নিকট হস্তান্তর করেন ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।

ফোনের প্রকৃত মালিক হারানো শখের মোবাইল ফোনটি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন।তারা ভোলা জেলার পুলিশ সুপার ও জেলা গোয়েন্দা শাখাকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মোঃ এনায়েত হোসেন সহ প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

%d bloggers like this: