ঢাকাবৃহস্পতিবার , ২৪ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় নারী উদ্যোক্তা প্লাটফর্ম এর মিলনমেলা অনুষ্ঠিত

নিউজ রুম
নভেম্বর ২৪, ২০২২ ১২:৩০ পূর্বাহ্ণ । ৯৮ জন
Link Copied!
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাসনাইন আহমেদ, ভোলা বঙ্গ নিউজ।।

ভোলায় নারী উদ্যোক্তা প্লাটফর্ম এর মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) বিকেলে ভোলা শহরের কুইন আইল্যান্ড কিচেন চাইনিজ রেস্টুরেন্টে এ মিলন মেলার আয়োজন করা হয়।

অনলাইনে পণ্য ক্রেতাদের বিশ্বাস বাড়াতে এবং আগামীতে অনলাইন পণ্যমেলার আয়োজনের লক্ষে ভোলার নারী উদ্যোক্তাদের প্লাটফর্ম Bhola women’s E-commerce Platform “ভোলা নারী উদ্যোক্তা প্লাটফর্ম” নারী অনলাইন গ্রুপ এ মিলনমেলার আয়োজন করেছে। প্রায় অর্ধশত নারী এ মিলনমেলায় অংশ নেন।

এ সময় নারী উদ্যোক্তারা নিজেরাই স্পন্সার করে কেক কেটে আনন্দ-উৎসব ও মতবিনিময় সভায় মিলিত হন। Bhola women’s E-commerce Platform “ভোলা নারী উদ্যোক্তা প্লাটফর্ম” নামে একটি নারী অনলাইন গ্রুপ এর পরিচালক এস,বি গ্যালারীর সত্বাধিকারী এস,বি বিথী, এম, পি ফ্যাশন হাউজের সত্বাধিকারী পাপিয়া চৌধুরী, চাঁদের হাট বস্ত্র মেলার সত্বাধিকারী মুজিযা রহমান পূণ্য, বর্ষা ও সাহারা জানান, আগামীতে আমরা ভোলায় একটি নারী উদ্যোক্তা মেলা আয়োজন করার চিন্তাভাবনা করছি।

সেই লক্ষে এ মতবিনিময় সভা ও মিলনমেলার আয়োজন করেছি। এ ব্যাপারে তারা সবার সহযোগিতাও কামনা করছেন।

%d bloggers like this: