ঢাকাশনিবার , ১০ ডিসেম্বর ২০২২
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় হলি চাইল্ড একাডেমির শুভ উদ্বোধন

নিউজ রুম
ডিসেম্বর ১০, ২০২২ ৫:৫৫ অপরাহ্ণ । ৪৬ জন
Link Copied!
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ সোহেল রানা, ভোলা বঙ্গ নিউজ।।

দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা প্রসার ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্য নিয়ে ভোলার গাজীপুর রোডে হলি চাইল্ড একাডেমি নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১০ই ডিসেম্বর বিকালে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে হলি চাইল্ড একাডেমির উদ্বোধন করা হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্টের সোসাইটির ভোলা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক, উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে একাডেমির শুভ উদ্বোধন ঘোষনা করেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মমিন টুলু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ভোলা জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি মোঃ আব্বাস উদ্দিন, কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ তাহের, মদনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক, ইভান তালুকদার, তানজিল হোসেন প্রমূখ।

দোয়া পরিবেশনা করেন মাওলানা মাহফুজুর রহমান।

এসময় উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল মান্নান টুটুল, সহকারী শিক্ষক মেহেদী হাসান নোয়াব, শিক্ষক শিক্ষিকা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী ব্যক্তি, কোমলমতি শিক্ষার্থীসহ অভিভাবকগনেরা উপস্থিত ছিলেন।

%d bloggers like this: