


অনন্ত হাসান মাসুদ , ভোলা বঙ্গ নিউজ।।
ভোলায় জেলা প্রশাসনের উদ্যোগে রবিদাস জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ২১ ডিসেম্বর বুধবার বিকালে রবিদাস জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তামিম আলি আমিন,
এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা এইচএম দেলোয়ার হোসেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, রবিদাস ফোরাম (বিআরএফ) ভোলা জেলা শাখার সভাপতি নিতাই রবিদাস, সাধারণ সম্পাদক গোপাল রবিদাস, যুগ্ম সম্পাদক প্রসোজিৎ রবিদাস, সাংগঠনিক সম্পাদক নিখিল রবিদাস, সহ-সংগঠনিক সম্পাদক মিঠুন রবিদাস।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আলি আমিন বলেন, শীত মৌসুমে অসহায় ও দরিদ্র মানুষ খুব কষ্টে জীবনযাপন করে।
এসব শীতার্ত মানুষের মাঝে জেলা প্রশাসকের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
এসময় সমাজে বিত্তমানদের প্রতি এসব অসহায়, গরীব শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।