


স্টাফ রিপোর্টার, ভোলা বঙ্গ নিউজ।।
বাংলাদেশ ছাত্রলীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রলীগ
বুধবার (২১ ডিসেম্বর) বিকালে শহরের মুসলিম পাড়া এলাকা থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে ভোলা জেলা আওয়ামিলীগ কার্যালয়ের সামনে এসে সবাইকে মিষ্টি বিতরণ করে মিছিলটি শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা ছাত্রলীগের সহ- সভাপতি আজিজ মেহেরাব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ সোহেব, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান শান্ত সহ বিভিন্ন জেলা, উপজেলা ও কলেজ ইউনিটের নেতৃবৃন্দ।
এর আগে মঙ্গলবার রাতে সাদ্দাম হোসেনকে সভাপতি ও শেখ ওয়ালি আসিফ ইনান’কে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে রাতে গণভবন গেটে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।