ঢাকাশুক্রবার , ২৭ জানুয়ারি ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ভোলা জেলা কেমিস্ট এন্ড ড্রাগ সমিতির কমিটি অনুমোদন 

নিউজ রুম
জানুয়ারি ২৭, ২০২৩ ১২:১৮ পূর্বাহ্ণ । ৪৩ জন
Link Copied!
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃমনছুর আলম,ভোলা বঙ্গ নিউজ।।

ভোলা জেলা কেমিস্ট এন্ড ড্রাগ সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা এবং দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি ) সন্ধ্যা ৮ টায় ভোলা জেলা কেমিস্ট এন্ড ড্রাগ সমিতির মিলনায়তন হলরুমে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাধারন পরিষদ সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। ২০২৩-২০২৪ সালের জন্য ২ বছর মেয়াদী মোট ১৭ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

সভাপতি ফখরুল আলম চৌধুরী, সিনিয়র সভাপতি মিন্টু কর্মকার , সহ সভাপতি শ্যামল দত্ত,সহসভাপতি মোঃ জুলফিকার, নির্বাহী সদস্য অর বিন্দুদে,মোঃইব্রাহীম,মোঃসাদ্দাম হোসেন,মোঃমনছুর আলম,জামাল গোলাদার,মোঃজাকির হোসেন,মোঃআবুল বসার,মোঃশাজাহান,মোঃআল মামুন,মোঃঅনিক,নুরে আলম,নান্টু কর্মকার ও মোঃরাসলে।

%d bloggers like this: