


আমির হামজা, ভোলা বঙ্গ নিউজ।।
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে ভেদুরিয়া সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে অসহায়, প্রতিবন্ধী, সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ বস্ত বিতরণ করা হয়েছে।
ঈদের আগের দিন শেষ রমজানে শুক্রবার (২১ এপ্রিল) বিকেলে ভোলার ভেদুরিয়া ইউনিয়নে “ভেদুরিয়া সমাজ কল্যাণ সংস্থার” নিজ অর্থায়নে গরিব, অসহায়, প্রতিবন্ধী মানুষের দ্বারে দ্বারে গিয়ে ঈদ বস্ত্র বিতরণ করে।
এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে “ভেদুরিয়া সমাজ কল্যাণ সংস্থা” নামের যুবকদের সেচ্ছাসেবী সংগঠন। এক শতাধিক আসহায় দুস্তদেরকে ঈদ উপহার শাড়ি, লুঙ্গি দিয়েছেন এ সংগঠন।
শুক্রবার ( ২১ এপ্রিল) বিকালে নিজস্ব অর্থায়নে ভেদুরিয়া ইউনিয়নে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্য উপস্থিত থেকে গরিব, অসহায়, প্রতিবন্ধী মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।
ভেদুরিয়া সমাজ কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান বলেন, আমরা ভেদুরিয়া ইউনিয়নে অসহায়, প্রতিবন্ধী মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি। আমাদের সমাজ কল্যাণ সংস্থাটি অসহায় মানুষদের নিয়ে কাজ করে এসেছি বিগত দিনেও। ইনশাআল্লাহ আমরা সামনের দিকে অসহায় প্রতিবন্ধী মানুষদের সহযোগিতা করার অনেক পরিকল্পনা রয়েছে আমাদের সংগঠনের। আশা করি আমাদের উদ্দেশ্য যদি সৎ হয়। তাহলে আমরা সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবো।
ছিন্নমূল দুস্থ, অসহায় ও ভাসমান মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে ভেদুরিয়া সমাজ কল্যাণ সংস্থার সংগঠনটির সাধারণ সম্পাদক মো: রেজাউল ইসলাম বলেন, ‘ধনীদের কাছে গরীবদের একটা হক থাকে, সেটা আদায় করতে হয়। ভোলার ভেদুরিয়া ইউনিয়নে অনেক ছিন্নমূল পরিবার ঈদের বাজার এখনো করতে পারেনি। তাদের হাতে ঈদ উপহার তুলে দিতে পারা খুব আনন্দের ব্যাপার। আমি সব সময় চেয়েছি তাদের পাশে থাকার জন্য। আশা করি সামনের দিনগুলোতেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারব ইনশাআল্লাহ।’
ভেদুরিয়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, ঈদ উপহার গরিব-অসহায় মানুষের হাতে তুলে দিতে পেরে খুশি। ‘আমরা প্রতিটি বাড়িতে এবং পথে প্রতিবন্ধীদের শৃঙ্খলাবদ্ধভাবে সবার হাতেই ঈদ উপহার পৌঁছে দিতে পেরেছি। যেহেতু বাজারে জিনিসপত্রের দাম একটু বেশি তাই ঈদ উপহার পেয়ে উচ্ছ্বাসটাও তাদের বেশি ছিল। এক শতাধিক মানুষকে ঈদ উপহার দিতে পেরে আমাদেরও আনন্দ লাগছে। ওদের মুখের হাসিই আমাদের ঈদ উপহার।’
ভেদুরিয়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় সংগঠনের আরো উপস্থিত ছিলেন, সংগঠনটির সিনিয়র সহ- সভাপতি মো: কামাল, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, অর্থ সম্পাদক মো: বিল্লাল, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, প্রচার সম্পাদক মো: নুর নবী, উন্নয়ন সম্পাদক মেহেদী হাসান, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল গনি, দপ্তর সম্পাদক মোঃ হাসান সহ প্রমুখ সংগঠনের আরো অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলো।