ঢাকাসোমবার , ২২ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় দেড় হাজার পিস ইয়াবাসহ সোহেল নামে এক যুবক আটক

নিউজ রুম
মে ২২, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ । ৩১ জন
Link Copied!
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ হাসনাইন আহমেদ, ভোলা বঙ্গ নিউজ।।

ভোলায় মো. সোহেল (৩৫) নামে এক যুবকের প্যান্টের পকেট থেকে দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ মে) বেলা ১২টার দিকে উপজেলার তালতলি লঞ্চঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার সোহেল বরিশাল জেলার বাবুগঞ্জ থানার চাঁদ পাশা গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা বলেন , গ্রেফতারকৃত সোহেলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সে চট্টগ্রাম-ভোলা পথে মাদক সরবরাহ করতো।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন ফকির বলেন তার আটককৃত সোহেল এর বিরুদ্ধে এ আগেও কয়েকটি মাদক মামলা হয়েছে, এ ঘটনায় ভোলা সদর থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

%d bloggers like this: