


বিশেষ প্রতিনিধি, ভোলা বঙ্গ নিউজ।।
ভোলা জেলার প্রতিটি ঘরে ঘরে গৃহস্থালি গ্যাস অগ্রাধিকার ভিত্তিতে সহযোগ এর দাবিতে অবস্থান কর্মসূতি। পালন করছে ঢাকাস্থ ভোলাবাসী।
বুধবার ১৪ ই জুন সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেড কাওরান বাজার, প্রেট্রোবাংলার সামনে ভোলা জেলার প্রতিটি উপজেলায় ঘরে ঘরে গ্যাসের সংযোগর দাবিতে বিকাল ৩ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ঢাকাস্থ ভোলাবাসীর এই অবস্থান কর্মসূচি পালন করে।
এইসময় দ্বী ফোরাম এর সংগঠক মীর মোশারেফ অমি বলেন ভোলা জেলা ভোলার প্রতিটি ঘরে আগে গ্যাস সংযোগ দিতে হবে এবং ভোলায় ভোলা গ্যাস ভিত্তিক কলকারখানা চালু করে জেলার স্থানীয় ছেলে/মেয়েদের কর্মসংস্থান এর ব্যবস্থা করে বেকারত্ব সমস্যার সমাধান করতে হবে। আরো উপস্থিত ছিলেন। ব দ্বী ফোরাম এর সাধারন সম্পাদক আর টি এন পিন্স খান। সহ ভোলা জেলা বিভিন্ন সমাজিক সংগঠন।
ভোলার নতুন গ্যাস কূপ থেকে দৈনিক ২০ থেকে ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে আশা করছেন বাপেক্স কর্মকর্তারা। ভোলাবাসী দাবী ভোলা গ্যাস ভোলা রেখে বিকল্প কর্মসংস্থান করার।