


বিশেষ প্রতিবেদক, ভোলা বঙ্গ নিউজ।।
শোকাবহ আগস্ট মাস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির প্রথম দিনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ভোলা জেলা শাখার আয়োজিত আালোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ১ আগস্ট সন্ধায় ৭ টায় ভোলা শহরের উকিল পাড়া শান্ত নীরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মোস্তাক আহমেদ শাহিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য সিনিয়র অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান শান্ত।
ড. শান্ত বলেন, এই আগস্ট মাসে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিছে। আমরা যেইদিন কান্না করি, বিএনপি সেইদিন কেক কাটে আনন্দ করে। যা আমাদের জন্য কাটা গায়ে লবণ দেওয়ার মত, যারা ১৫ আগস্ট ও ২১ আগস্ট ঘটিয়েছে তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। আমরা শোক কে শক্তিতে রূপান্তরিত করব, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবো।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহত সব শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।