


মোঃ সোহেল রানা
ডেঙ্গু জ্বরে আক্রান্তদের দেখতে হাসপাতালে গেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য সিনিয়র অর্থনীতিবিদ ডক্টর আশিকুর রহমান শান্ত।
বৃহস্পতিবার সন্ধ্যায় ডেঙ্গু রোগীদের দেখতে ভোলা সদর ২৫০ শয্যা হাসপাতালে যান তিনি। এ সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা যথাযথভাবে প্রদানের নির্দেশনা প্রদান করেন ড. শান্ত।
এ সময় জেলা যুবলীগ নেতা মোস্তাক আহমেদ শাহিন, এ জেট মনিরুল ইসলাম, ওমর খৈয়াম মামুন, মনিরুল ইসলাম, রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভোলা সদর হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১২ জন ডেঙ্গু রোগী। রিলিজ নিয়েছে ১৩ জন। হাসপাতালে ভর্তি আছে ২৬ জন।