ঢাকাসোমবার , ১১ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

অসুস্থ হাফেজ শিশুকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিলো স্বাধীন যুব উন্নয়ন সংস্থা

নিউজ রুম
সেপ্টেম্বর ১১, ২০২৩ ৮:০৭ অপরাহ্ণ । ২৬ জন
Link Copied!
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ সবুজ, ভোলা প্রতিনিধি ।।

ভোলায় কোরআনে হাফেজ অসুস্থ জাহিদকে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করে দৃষ্টান্ত স্থাপন করলেন স্বাধীন যুব উন্নয়ন সংস্থা।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় স্বাধীন যুব উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে এ নগদ অর্থ হস্তান্তর করেন সংস্থাটির নির্বাহী পরিচালক মো রাকিবুল ইসলাম রুবেল।

জাহিদের পিতা নাজিমউদ্দীন জানান,তার ছেলে জাহিদ পেটে পাথর জনিত কারনে দীর্ঘদিন যাবত অসুস্থ। একমাত্র ছেলের চিকিৎসার টাকার জোগার করতে আজ কয়েকদিন মানুষের ধারে ধারে ঘুরে বেড়াচ্ছেন নাজিমউদ্দীন ও তার ছেলে। পরে রবিবার বিকেলে হঠাৎ দেখা হয় স্বাধীন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ রাকিবুল ইসলামের সাথে। খুলে বলেন ছেলের রোগের কথা ও চিকিৎসার ব্যয়ের কথা।তিনি তার চিকিৎসায় ব্যয়ের জন্য আর্থিক সহায়তার প্রশ্রুতি দেন।

স্বাধীন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ রাকিবুল ইসলাম জানান, স্বাধীন যুব উন্নয়ন সংস্থা একটি স্বেচ্ছাসেবী সংস্থা। বিগত দিনের মত বর্তমানেও অসহায় ছিন্নমূল মানুষের পাশে থেকে কাজ করার জন্য স্বাধীন যুব উন্নয়ন সংস্থা সবসময় প্রস্তুত।

%d bloggers like this: