

এ.সি.ডি.অর্জুন, বিশেষ প্রতিনিধি, ভোলা বঙ্গ নিউজ ।।
“সর্বজনীন মানবাধিকার ঘোষনায় প্রবীণদের জন্যে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপন করা হলো ৩৩ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৩। দিবসটি উপলক্ষে রবিবার(১ অক্টোবর) ভোলা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয় এক বর্নাঢ্য রেলী। ভোলা’র প্রায় শতাধীক প্রবীণ নাগরিকের অংশগ্রহণে রেলীটি শহরের মূল সড়ক গুলো প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্তরে এসে শেষ হয়। গায়ে সাদা রঙের গেঞ্জি ও মাথায় অর্ধ ক্যাপ এবং হাতে প্রবীণদের বিভিন্ন দাবী সম্বলিত ফেস্টুন হাতে প্রবীণদের রেলী শেষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। দপ্তরটির সহকারী পরিচালক কাজী গোলাম কবির এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রবীণদের সম্পর্কে বক্তব্য প্রধান কালে জেলা প্রশাসক বলেন, “প্রবীণদের মধ্যে আল্লাহতালা যে অভিজ্ঞতা ও সম্মোহনী শক্তি দিয়ে রাখেন তার জন্যই তারা প্রবীণ। ডিসি বলেন, একজন ২৫ বছরের যুবক আর একজন ৮০ বছরের বৃদ্ধ বা প্রবীণ সমাজে সমান মর্যাদার হবেনা। কারন একজন প্রবীণ পৃথিবী সম্পর্কে এতটাই অভিজ্ঞ হন যা নতুন প্রজন্মকে সঠিক পথ দেখাতে সর্বদাই সহায়তা করতে পারে। তাই প্রবীণদের প্রতি সম্মান করা আমাদের সকলের কর্তব্য”।
ভোলা জেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের যৌথ আয়োজনে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার, নিজাম-হাছিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন আহমেদ, প্রবীণ ডাঃ আব্দুল মালেক, প্রবীণ সাংবাদিক মোঃ আবু তাহের, সাবেক অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ, মোঃ রুহুল আমিন জাহাঙ্গীর ও পারভীন আক্তার সহ বিভিন্ন প্রবীণ ব্যক্তিগণ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) তামিম আল ইয়ামিন,নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা, বিভিন্ন সরকারি দপ্তর প্রধানগণ, মহিলা সংস্থার প্রবীণ সভানেত্রি হোসনেয়ারা চিনু, নিজাম হাছিনা বৃদ্ধাশ্রমের বেশ কয়েকজন প্রবীণ ও বিভিন্ন প্রবীণ হিতৈষী সংগঠনের নেত্রিবৃন্দ এবং বিভিন্ন মিডিয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শেষ ভাগে নিজের প্রবীণ পিতা-মাতার প্রতি উপযুক্ত কর্তব্য পালন করার সিকৃতি স্বরুপ শাহানাজ বেগম ও মোঃ জাফর ইকবাল মামুনকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি গণ।