ঢাকাবুধবার , ১১ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ভোলার রাজনীতিতে পরিবর্তন আসবেই-ড.শান্ত

নিউজ রুম
অক্টোবর ১১, ২০২৩ ১১:৪১ অপরাহ্ণ । ৩০ জন
Link Copied!
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি, ভোলা বঙ্গ নিউজ।।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলার রাজনীতিতে পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ,সিনিয়র অর্থনীতিবিদ ড.আশিকুর রহমান শান্ত।

এসময় ড.শান্ত বলেন, নির্বাচনকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা,প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনা নেতৃত্বে একযোগে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সরকারের উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।বিএনপি কি বললো তাকে কিছু যায় আসে না। তারা দেশের মানুষকে ভুল তথ্য দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে। এটাই তাহের কাজ।গত ১৫ বছরে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারও রাষ্টীয় ক্ষমতায় আসবে।

বুধবার দুপুরে সংক্ষিপ্ত ভোলা সফরে আসলে ইলিশা ফেরিঘাটে ভোলা, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ,ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানায়।

মটর শোডাউন এর মধ্য দিয়ে ভোলা শহরের উকিল পাড়াস্তল শান্তনীড়ে এসে নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে ড.আশিকুর রহমান শান্ত এসব কথা বলেন।

এদিকে সকালে ঢাকা থেকে বিলাসবহুল জাহাজ কারর্নিভাল ক্রজ দিয়ে নৌ-পথে ভোলার উদ্দেশ্য রওনা হয়ে দুপুর ১টায় ইলিশা ফেরিঘাটে এসে পৌঁছায়। সেখান থেকে নেতাকর্মীদের নিয়ে গাড়ি বহরে ভোলার শান্ত নীড়ে আসেন।

%d bloggers like this: